• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

হাবিপ্রবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি 

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪  

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত ১০ দিনব্যাপী ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী মো. আলমগীর হোসাইন আকাশের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২১এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করা হয়।

ছাত্রলীগ নেতা আলমগীর হোসাইন আকাশ জানান, বৃক্ষনিধন করে নগরায়নের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে মোট ভূমির শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের দেশে বনভূমির পরিমাণ মাত্র ১৫ শতাংশ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের আজকের এই কর্মসূচি। আমরা হাবিপ্রবি ছাত্রলীগ ১০ দিনে ৪০০ বৃক্ষরোপণ ও ১০০ গাছের চারা বিতরণ করবো।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হাবিপ্রবি ছাত্রলীগের কর্মী রাব্বী শেখ, সামস , রাসেল , মোহাইমিনুল, লিরা, মৃধা, আতিকুর, বখতিয়ার, ইসরাত প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –